• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিরবো আবার সন্ধ্যার গোধূলির সাথে


মো. গোলাম মোস্তফা (দুঃখু) অক্টোবর ১৬, ২০১৮, ০৩:১৯ পিএম
ফিরবো আবার সন্ধ্যার গোধূলির সাথে

খবর যেদিন পাবে না!
মনে করে নিবে,
মাতাল দেহের পঁচন ধরেছে।

পাখি গুলো মাতাল হয়েছে!
গাছের সবুজ পাতার নাচন দেখে।

আমার দুষ্টু মন মাতাল হয়েছে,
তোমায় না দেখতে পেরে।

পাগল তোমরা নিজের,
চাওয়া পাওয়ার মাঝে।

একটি খবর নিতে কাউকে বলবে!
যদি চলে যাই মাতাল নেশার সঙ্গে।

সেদিন না হয় নতুন করে সাজবো আবার,
কারো অপেক্ষার প্রাণের ধ্বনি হয়ে।

দেখা হবে!
যদি মাতাল নেশার ধূয়ার মাঝে,
নিজের অপূর্ণ কথা বলতে চাও!
চলে এসো সেই ঠিকানায়।

সেদিন হয়তো মাতাল দেহে!
উল্লাসের নাচ থাকবে না তোমার জন্য।

বদলে গেছে বাড়ির রাস্তা,
পুকুরের পানি রং হারিয়েছে।
মাতাল পাখিরে সুখের উল্লাসে।

ফিরবো আবার সন্ধ্যার গোধূলির সাথে!
তবে থাকবে না হৃদয় নৃত্য! তোমাকে পাওয়ার জন্য।

মধ্য রাতে ঘুমবিহীন মাতাল  হৃদয় বলে!
সকাল বাতাসের সাথে ছাই হয়ে উড়তে পারা,
মাতাল দেহ প্রাণে পেয়েছে নেশার উল্লাস দেখে।

মৃত দেহ কে,
মাতাল করে পেয়েছি!
তোমার উল্লাসের আঁকাবাঁকা রাস্তার পাশে।

শেষ নেই আমার!
পঁচন দেহ নিয়ে আমি আছি,
তোমার সুখের বাগানে হৃদয় গল্পের ছবি হয়ে।

বলবে না আমি কোথায় থেকে যাবো!
আমার ভাবনার চাওয়া বলছে,
গোধূলি আকাশ হয়ে থাকতে।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!