• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিরলেন মোস্তাফিজ, জিতল রাজশাহী কিংস


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৫, ২০১৭, ০৫:১৮ পিএম
ফিরলেন মোস্তাফিজ, জিতল রাজশাহী কিংস

ঢাকা: সিলেট থেকে ঢাকা। মোট ৭টি ম্যাচ খেলে রাজশাহী কিংসের জয় মাত্র ২টি। বিপিএল এখন বন্দর নগরী চট্টগ্রামে। ফিরেছেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের ফেরার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দারুন এক পেয়েছে পদ্মা পাড়ের দলটি।

আগে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৮৬ রানের টার্গেট দিয়েছিল রাজশাহী কিংস। জবাবে নির্ধারিত ওভারের ৫ বল বাকি থাকতে ১৫৫ রানে অলআউট হয় তামিম ইকবালের দল। ফলে ৩০ রানের জয় পায় রাজশাহী। নিজেদের অস্টম ম্যাচে এসে জয়ের স্বাদ পেল পদ্মা পাড়ের দলটি।

অপরদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ হারের পর টানা পাঁচ জয় তুলে নিয়েছিলো কুমিল্লা। অবশেষে নিজেদের সপ্তম ম্যাচে এসে হারের লজ্জা পেল তারা। এই হারে ৭ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকলো কুমিল্লা। আর ৮ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠে এলো রাজশাহী।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা। পরবর্তীতে পাকিস্তানের শোয়েব মালিককে নিয়ে লড়াইয়ে ফিরেছিলেন লোকাল বয় কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল। তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েন তারা।

ব্যক্তিগত ৪৫ রানে মালিক ফিরে গেলেও, এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন তামিম। তবে ১৫তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১২৫ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তামিম ফিরে যাবার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে কুমিল্লার ইনিংস। ফলে ১৫৫ রানে অলআউট হয় তারা।

৪টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন তামিম। এছাড়া হাসান আলী ১৬ ও ইংল্যান্ডের জশ বাটলার ১৫ রান করেন। রাজশাহীর সামি ৯ রানে ৪ উইকেট নেন।

শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চোট কাটিয়ে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। রাজশাহীর সমর্থকরা আশায় আছেন, ফিজের হাত ধরে ফিরবে রাজশাহীর ভাগ্যও। কুমিল্লার বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন স্যামি। শুরুটা ভালো হলেও কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় পুঁজি গড়তে পারেনি রাজশাহী। ৫.২ ওভারে মুমিনুল-স্মিথের ওপেনিং জুটি তুলে ফেলে ৪৩ রান। স্মিথকে (১৯) বোল্ড করে ফেরান সাইফ উদ্দিন। এর পরই রান আউটের ফাঁদে পড়েন মুমিনুল(২৩)।

এখান থেকেই ম্যাচেরও নিয়ন্ত্রণ নিয়ে নেয় কুমিল্লা। কিন্তু শেষের দিকে ব্যাট হাতে সাইফ উদ্দিনকে স্রেফ ধ্বংস করে মাত্র ১৪ বলে ৪৭ রান তোলেন স্যামি। ছক্কাই মেরেছেন ছয়টি, চার একটি। বলা চলে, স্যামির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৫ রান তুলতে পারে রাজশাহী।

এছাড়া লুক রাইট ৩৬ বলে ৪২, জাকির ২০, ফ্রাঙ্কলিন ১৪ রান করেন। ৪ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাইফ উদ্দিন। অর্ধেক রানই তিনি দিয়েছেন শেষ ওভারে। ৩৮ রানে ২ উইকেট শিকার করেছেন হাসান আলী।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!