• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিলিপাইনে পুলিশের গুলিতে মেয়রসহ নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৮, ২০১৬, ০৫:৫৮ পিএম
ফিলিপাইনে পুলিশের গুলিতে মেয়রসহ নিহত ১০

ঢাকা : ফিলিপাইনে পুলিশের গুলিতে নয় দেহরক্ষীসহ দক্ষিণাঞ্চলীয় সাউদি আমপাতুয়ান শহরের মেয়র শামসুদ্দিন দিমাউকোম নিহত হয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানী ম্যানিলা থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণে মাকিলালা এলাকায় এ ঘটনা ঘটে।

দেশটির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, সম্প্রতি অপরাধের বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট রদরিগো দুতের্তোর ব্যবস্থা নেয়ার বিষয়টি জোরদারের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। মেয়র শামসুদ্দিন দিমাউকোমের বিরুদ্ধে অনেক দিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য পাচারের অভিযোগ ছিল।

পুলিশ কর্মকর্তা রোমিও গালগো বলেন, অবৈধ মাদক বহনের খবর পেয়ে মাকিলালা এলাকার তল্লাশিচৌকিতে মাদক নিয়ন্ত্রণ পুলিশ মেয়রের গাড়িটি আটক করে। এ সময় মেয়র ও তাঁর নিরাপত্তারক্ষীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মেয়রসহ তার নয় দেহরক্ষী নিহত হন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!