• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনকে মার্কিন সহায়তা বন্ধের হুমকি


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৩, ২০১৮, ০৫:৫৬ পিএম
ফিলিস্তিনকে মার্কিন সহায়তা বন্ধের হুমকি

ঢাকা: মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া কঠিন উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে আর্থিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র বর্তমানে বছরে ফিলিস্তিনকে ৩০ কোটি ডলার আর্থিক সহায়তা দিয়ে থাকে।

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, ট্রাম্প মঙ্গলবার (২ জানুয়ারি) এক টুইট বার্তায় বলেন, ‘আমরা ফিলিস্তিনকে প্রতিবছর শত শত ডলার সাহায্য দিয়ে থাকি, কিন্তু তার বিনিময়ে কোন প্রকার কৃতজ্ঞতা বা সম্মান পাই না।’

তিনি আরো বলেন, ফিলিস্তিনিরা যেহেতু শান্তি আলোচনায় আগ্রহী না তাহলে যুক্তরাষ্ট্র কেন ফিলিস্তিনকে বিশাল পরিমাণ অর্থ সহায়তা দেবে?

তবে ট্রাম্প ২০১৬ সালে ফিলিস্তিনদের জন্য বরাদ্দকৃত ৩১ কোটি ৯০ লাখ ডলারের পুরোটাই বন্ধ করে দেবেন কিনা তা পরিষ্কার নয়।

যুক্তরাষ্ট্র প্রতি বছর ফিলিস্তিনকে বাজেট ও নিরাপত্তা সহযোগিতা খাতে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়ে থাকে। সেই সাথে পশ্চিম তীর ও গাজায় জাতিসংঘ কর্মসূচির জন্যে বছরে আরো ৩৪ কোটি ডলার প্রদান করে যুক্তরাষ্ট্র। এদিকে অনেকেই ট্রাম্পের এই বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!