• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনে অনুশীলনে ঘাম ঝরালেন হেমন্তরা


ক্রীড়া প্রতিবেদক জুলাই ১৭, ২০১৭, ০৮:০৪ পিএম
ফিলিস্তিনে অনুশীলনে ঘাম ঝরালেন হেমন্তরা

ঢাকা: আগামী বুধবার থেকে ফিলিস্তিনে শুরু হতে যাচ্ছে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। সেই লক্ষ্যে নেপাল ও কাতারে প্রস্তুতি ম্যাচ খেলে বেথলেহেমে পৌঁছেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। সোমবার (১৭ জুলাই) জর্দানের আম্মান থেকে বাসে করে নিরাপদেই সেখানে গেছেন যুবারা।

এরপর নির্ধারিত হোটেলে বিশ্রাম শেষে কোচ এ্যান্ড্রু অর্ডের তত্ত্বাবধানে অনুশীলন করেন বাংলাদেশের অনুর্ধ্ব-২৩ দল।

এদিকে এই আসর শুরুর আগেই ধাক্কা খেল বাংলাদেশ দল। চোটের কারণে নির্ভরযোগ্য ফরোয়ার্ড জুয়েল রানা কুঁচকির ইনজুরিতে ছিটকে গেছেন দল থেকে। এ কারণে তার স্থলাভিষিক্ত হচ্ছেন চট্টগ্রাম আবাহনীর হয়ে গত লীগে ৫ গোল করা আরেক ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।

‘এএএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্দান, তাজিকিস্তান এবং স্বাগতিক ফিলিস্তিন। তাদের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচগুলো যথাক্রমে ১৯, ২১ এবং ২৩ জুলাই।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!