• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৭ জন নিহত


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১১, ২০১৭, ০৭:২৫ পিএম
ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৭ জন নিহত

ঢাকা: অ্যাঙ্গোলার উত্তরাঞ্চলের একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে পদদলিত হয়ে অন্তত ১৭ দর্শক নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। দেশটির পুলিশ এ কথা জানায়।

উইগে শহরে অ্যাঙ্গোলার জাতীয় ফুটবল লীগ মৌসুমে সান্তা রিটা ডি ক্যাসিয়া ও রেক্রিয়েটিভো ডি লিবোলো’র মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের মুখপাত্র অর্ল্যান্ডো বার্নান্ডো বলেন, ‘গত ৪ জানুয়ারি স্টেডিয়ামের একটি প্রবেশ পথ বন্ধ করে দেয়ার কারণেই হতাহতের ঘটনাটি ঘটে। এতে মোট ১৭ জন নিহত হয়। আহত ৫৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’ তিনি আরো জানান, নিহতদের মধ্যে বেশ কিছুসংখ্যক শিশু রয়েছে।

পুলিশ জানায়, আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়া স্টেডিয়ামটিতে আরো কয়েকশ’ দর্শক ঢুকতে চেষ্টা করে। এ সময় হুড়োহুড়ি করতে গিয়ে অনেকে মাটিতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। অনেক শ্বাসরুদ্ধ কিংবা পদদলিত হয়ে প্রাণ হারায়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই   

Wordbridge School
Link copied!