• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘ফুটবলই বিশ্বকাপে নিয়ে গেছে মেসিকে’


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১১, ২০১৭, ০৬:০১ পিএম
‘ফুটবলই বিশ্বকাপে নিয়ে গেছে মেসিকে’

ঢাকা: আর্জেন্টিনায় আবেগের বিস্ফোরণ ঘটে গেছে। দোলাচলে থাকা লিওনেল মেসির দল সরাসরি চলে গেছে রাশিয়া বিশ্বকাপে। ইকুয়েডরের বিপক্ষে পাহাড়সম চাপ নিয়ে বার্সার মহাতারকা একাই জিতিয়েছেন আর্জেন্টিনাকে। গুনে গুনে তিনটি গোল প্রতিপক্ষে জালে জড়িয়েছেন। আবেগে ভাসছে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা। আবেগে কেঁপেছে কোচ হোর্হে সাম্পাওলি। 

ম্যাচ শেষে তাঁর কথায় পরিস্কার এটা ধরা পড়েছে। আবেগে আর্জেন্টাইন কোচ বলে গেলেন,‘ জানেন, ছেলেদের আমি কী বলেছি? মেসি আমাদের বিশ্বকাপে নিয়ে যায়নি, ফুটবলই মেসিকে নিয়ে গেছে বিশ্বকাপে। আমরা ভাগ্যবান, বিশ্বের সেরা ফুটবলার মেসির দেশ আর্জেন্টিনা। ফুটবল বলুন আর বিশ্বকাপ-মেসি ছাড়া কল্পনাই করা যায় না। 

আমাদের একথা মাথায় নিয়েই খেলতে নামতে হয়েছিল। এই বাছাই পর্ব, এই ভয়ঙ্কর চাপ আমার দলকে আরও শক্তিশালী করল। বিশ্বকাপে মেসিকে সাহায্য করার আরও একবার সুযোগ পাব আমরা। সেই সুযোগটা ষোলো আনা কাজে লাগাতে চায় ফুটবলাররা।’

সোনালীনিউজ/আরআইবি/জেএ

Wordbridge School
Link copied!