• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফুলবাড়িয়ায় আজও ১৪৪ ধারা চলছে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৯, ২০১৬, ০১:৫১ পিএম
ফুলবাড়িয়ায় আজও ১৪৪ ধারা চলছে

ময়মনসিংহ : জেলার ফুলবাড়িয়া পৌর সদরে ১৪৪ ধারা আজও বলবৎ রয়েছে। অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ টহল অব্যাহত আছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) পর্যন্ত পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি আলাদা মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ভিডিও ফুটেজ দেখে বিভিন্ন সময়ে আন্দোলনকারীদের হামলা ও ভাঙচুরের ছবি দেখেই করা হয়েছে।

এদিকে ফুলবাড়িয়া কলেজ সরকারিকরণ আন্দলনকারীদের প্রধান সমন্বয় প্রফেসর আবুল হাশেম অভিযোগ করেছেন, রোববারের ঘটনায় পুলিশ ক্যাম্পাসে ঢুকে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। একজন শিক্ষক মারা গেছেন। নিহত শিক্ষক সেদিন পরীক্ষার ডিউটি করছিলেন।

তিনি বলেন, আমরা নিরাপত্তাহীনতায় আছি, ১৪৪ ধারার কারণে ফুলবাড়িয়া যেতে পারছি না। ছাত্রদের বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে। শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে পরীক্ষা বন্ধ রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!