• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীতে প্রশিক্ষণ সনদ ও রিকশা-ভ্যান বিতরণ


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি এপ্রিল ২৬, ২০১৭, ১২:৩৫ পিএম
ফুলবাড়ীতে প্রশিক্ষণ সনদ ও রিকশা-ভ্যান বিতরণ

দিনাজপুর: জেলার ফুলবাড়ীতে ওয়ার্ল্ড ভিশন এডিপি কর্তৃক হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ও রিক্সা-ভ্যান, টুল বক্স, ক্রিম সেফারেটর মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়াও  শিশু সাংবাদিকদের সনদ দেয়া হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন এডিপির উদ্যোগে সংস্থার ম্যানেজার পবিত্র বেলেডিকস্তার সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, আলাদীপুর ইউপি সিবিও সভাপতি মমতা রাজ বংশী, প্রশিক্ষণার্থী আরমিনা বেগম, রত্না, জান্নাতুন প্রমুখ।

এ সময় উপজেলার ৪টি ইউনিয়নে ইলেকট্রিক হাউস ওয়ারিং প্রশিক্ষত ১৫ জন, কাপড়ে কারচুপি কাজের জন্য ২৮ জনকে টুল বক্স, ক্রিম সেফারেটর মেশিন, হত দরিদ্র পরিবারের ২০ জনকে রিক্সা ভ্যান, প্রশিক্ষিত শিশু সাংবাদিকদের ২৫ জনকে সদনপত্র বিতরণ করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!