• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফুলে ফুলে ঢাকা


ফিচার ডেস্ক মে ২২, ২০১৭, ০৩:৪৬ পিএম
ফুলে ফুলে ঢাকা

ঢাকা: ইটপাথরের প্রাণহীন নগরীর কথা হেমন্ত মুখোপাধ্যায় সুরে সুরে গেয়েছিলেন। এ গানে জীবনের ফুল মুকুলেই ঝরে যাওয়ার কথা বলা হয়েছে-

শোনো বন্ধু শোনো
প্রাণহীন এই শহরের ইতিকথা
ইটের পাঁজরে, লোহার কাটায়
দারুণ মর্মব্যথা।
এখানে আকাশ নেই,
এখানে বাতাস নেই,
এখানে অন্ধ গলির নরকে
মুক্তির আকুলতা।

জীবনের ফুল মুকুলেই ঝরে
সুকঠিন ফুটপাতে
অতি সঞ্চয়ী ক্রুর দানবের
উদ্ধত পদাঘাতে...।

পথে যেতে যেতে..

নগরবাসীর বুকের মধ্যে গোপন এমন কষ্ট থাকলেও ইটপাথরের ফাঁকে ফাঁকে কিন্তু উঁকি দেয় নানা রঙের ফুল। ব্যস্ত নগরবাসী হঠাৎ থমকে দাঁড়ান প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে। বিশেষ করে গ্রীষ্মের খরতাপে পোড়া ঢাকা নগরীর রূপকেও বদলে দেয় গ্রীষ্মের ফুলেরা। আগুন ঝরা কৃষ্ণচূড়া ছাড়াও সোনালু আর জারুল ফুলে ছেয়ে যায় গোটা শহর। 

অপরূপ সেই সৌন্দর্যে অন্যরকম প্রাণচঞ্চল হয়ে ওঠে গোটা নগরী। প্রকৃতির এই অকৃপণ দান গরমে অতিষ্ঠ নগরবাসীকে খানিকটা স্বস্তি এনে দেয়। গ্রীষ্মে আগুন ঝরা কৃষ্ণচূড়া যত্রতত্র চোখ ধাঁধিয়ে দেয়। 

লাল ফুলের ছায়ায় ছায়ায়...

গ্রীষ্মের ফুল কৃষ্ণচূড়া
এই ফুলের বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। বাংলাদেশে সাধারণত বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত এ ফুলটি ফোটার মূল সময়। টকটকে লাল ছাড়াও প্রজাতিভেদে এ ফুলটির রঙ হলুদ কিংবা কমলা বর্ণেরও হয়ে থাকে।

সারি সারি...

আগুন ঝরা ফুল
রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি কৃষ্ণচূড়া চোখে পড়ে শের-ই-বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের পেছনের লেক সড়কের দুই ধারে। লুই কানের নকশায় সাজানো এ এলাকায় গ্রীষ্মের আগুন ঝরা কৃষ্ণচূড়া দর্শনীদের চোখে রঙিন দীপ্তি এনে দেয়। কাঠফাটা রোদে প্রাণমন আনচান করে তোলে। 

সেলফিবাজি, ফুলবাজি...

কৃষ্ণচূড়া ছাউনি
জাতীয় সংসদ ভবনের পেছনের লেক সড়কের কোথাও কোথাও কৃষ্ণচূড়া গাছগুলো ছাউনির সৃষ্টি করেছে। ক্রিসেন্ট লেকের পাড়ের কৃষ্ণচূড়ায় রাঙানো প্রকৃতির সান্নিধ্যে অনেকেই আসছেন দু’দণ্ড সময় কাটাতে। লেকের পাড়ে এখানে চারদিকে ফুলে ফুলে ভরা কৃষ্ণচূড়ার সারি।

সখি বহে গেল বেলা...

কৃষ্ণচূড়ার রঙে রূপবতী
ক্রিসেন্ট লেকে বেড়াতে আসা কেউ কেউ কৃষ্ণচূড়াকে ফ্রেমবন্দি করে সেলফি তোলেন। কেউ কেউ আগুন ঝরা ফুলে ধরে রাখে ক্যামেরায়। ক্রিসেন্ট লেকের কৃষ্ণচূড়ার জগতে বেড়াতে এসে ছবি তুলতে ভুলে গেছেন এমন মানুষ পাওয়া দুষ্কর। আর ইন্টারনেট সহজলভ্য হওয়ায় নিজেদের সেসব ছবি সেসব ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে মুহূর্তেই পৌঁছে দিতে পারছেন সবাই।

সকাল বেলার ফুল...

রাঙা ক্যাম্পাস
কৃষ্ণচূড়ায় ঢেকে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের সড়ক দেখলে চোখ জুড়িয়ে যায়। সকালে এ সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ। শুধু ডালেই নয়, কৃষ্ণচূড়ার আগুন ঝরা রঙ শোভা পায় গাছের নিচেও। ঝরা ফুলের এ সৌন্দর্য দেখার আসল সময় তাই নিরিবিলি শান্ত সকাল বেলা।

ঝিলের পাড়ে...

হাতির ঝিলেও কৃষ্ণচূড়া
সৌন্দর্য বৃদ্ধির জন্য ঢাকার হাতিরঝিলের চারপাশেও লাগানো হয়েছে কৃষ্ণচূড়া। ছোট ছোট এসব গাছের কোনো কোনটি ইতোমধ্যেই ফুলে ফুলে ছেয়ে গেছে। এছাড়াও ঢাকার অন্যান্য উদ্যানগুলোতেও কম-বেশি কৃষ্ণচূড়া ফোটে। 

সোনালুরা ঝরে পড়ে...
নীল আকাশে সোনালী...

মনলোভা সোনালু
গ্রীষ্মের আরেক মনলোভা ফুল সোনালু। হলুদ রঙের এ ফুল গ্রীষ্মের প্রচণ্ড রোদে সোনালি আভা নিয়ে প্রকৃতিকে রাঙিয়ে রাখে। রাজধানীর ফুটপাথের ধারের সৌন্দর্য বাড়িয়ে দেয় হলুদ সোনালুরা। সবচেয়ে বেশি ফুটতে দেখা যায় জাতীয় সংসদের পূর্ব ও পশ্চিম প্রান্তের সড়কের ফুটপাথের উপরে। 

জারুল বনে দারুণ ভোরে...

গ্রীষ্মের আরেক ফুল জারুল
কৃষ্ণচূড়া ও সোনালুর পাশাপাশি গ্রীষ্মের আরেক ফুল জারুল। ঢাকা শহরের অনেক এলাকাতেই দেখা যায় ফুলের শোভা। তবে ঢাকা  বিশ্ববিদ্যালয়ের মল চত্বর ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের অনেক গাছেই ফুটতে দেখা যায় এসব ফুল।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!