• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেনীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু


ফেনী প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০১৬, ০২:২৫ পিএম
ফেনীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

প্রতীকি ছবি

ফেনী : ফেনীতে আবু বকর সড়কের নুর মিয়ার কলোনিতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় এক শিশু মৃত্যু হয়েছে। শিশুটির নাম আবদুল। তার বাবা বাবুল একজন রিকশাচালক। তাদের বাড়ি বাগেরহাট জেলায়। তারা ফেনীতে ভাড়া বাসায় থাকেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো ঘরে আগুন লেগে যায়। এ সময় আবদুল ও তার বাবা বাবুল ঘরে ছিল। আগুনের লেলিহান শিখা দেখে আবদুলের বাবা বেরিয়ে এলেও আবদুল বের হতে পারেনি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও আবদুলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আবদুল পরিবারের সবার ছোট। তার বাবা রিকশাচালক মা ও দুই বোন ঝিয়ের কাজ করে।

ফেনী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন শিশু আবদুল নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,  বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ফেনী পৌরসভার মেয়র বাহার উদ্দিন বাহার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে ফেনী পৌরসভা থেকে সহযোগিতা করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!