• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেনীর বর্ডারহাটে দুই বাংলার মিলন মেলা


ফেনী প্রতিনিধি ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৮:০০ পিএম
ফেনীর বর্ডারহাটে দুই বাংলার মিলন মেলা

ফেনী: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফেনীর ছাগলনাইয়ার বর্ডারহাটে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক  অনুষ্টানের আয়োজন করা হয়।

মঙ্গলাবর (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপি আলোচনা সভা  সাংস্কৃতিক অনুষ্ঠান, গল্প, আড্ডায় অনুষ্টানটি দুই বাংলার জনগণের মিলন মেলায় পরিণত হয়। দুপুর ১২টার দিকে বেলুন উড়িয়ে  অনুষ্টানের শুভ সুচনা হয়। পরে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুই দেশের কল্যাণ কামনা করে মঙ্গল প্রদীপ জ্বালানো হয়।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য দেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ভারতের  লোকসভার সদস্য জীতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা বিধান সভার সদস্য রীতাকর চৌধুরী, ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, ত্রিপুরার জেলা শাসক সিকে জামাতিয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ফেনী পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, দক্ষিণ ত্রিপুরার জেলা পুলিশ অধিকারিক তপন দে শর্মা, এডিএম মনোজ কানিসেন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজমুদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

পরে দুই বাংলা শিল্পীদের পরিবেশনায় সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্টানের সমাপ্তি হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!