• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেব্রুয়ারিতে ঢাকা লিগ, সর্বোচ্চ পারিশ্রমিক ৪০ লাখ টাকা


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ৩, ২০১৮, ১০:১৬ পিএম
ফেব্রুয়ারিতে ঢাকা লিগ, সর্বোচ্চ পারিশ্রমিক ৪০ লাখ টাকা

ফাইল ছবি

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে মাঠে গড়াবে এই লিগ। প্লেয়ার্স ড্রাফট ও ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিকও নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি হবে প্লেয়ার্স ড্রাফট। মিরপুরে বুধবার সিসিডিএমের নতুন সভাপতি কাজি এনাম আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

দলবদল হবে প্লেয়ার্স বাই চয়েজে। প্লেয়ার্স ড্রাফটে ক্রিকেটারদের দলভুক্তির বিষয়টি ঠিক করা হবে। ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টিও মাথায় রাখছেন সিসিডিএম সভাপতি। তিনি বলেছেন, ‘প্রিমিয়ার লিগ যেহেতু বহু ক্রিকেটারের আয়ের অন্যতম উৎস, তাই আমরা ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি মাথায় রাখব।’

জানা গেছে, ১২ জন ‘এ’ ও ‘এ +’ ক্যাটাগরির ক্রিকেটারদের উন্মুক্ত রাখা হবে। তাছাড়া আগের বছরে খেলা সর্বোচ্চ পাঁচ জনকে রেখে দিতে পারবে ক্লাবগুলো। ১২ জন থাকবে বিশেষ ক্যাটাগরিতে। এদের মধ্যে একজনকে প্রতিটি ক্লাব বেছে নিতে পারবে।

ক্রিকেটারদের পারিশ্রমিকও নির্ধারণ করা হয়েছে। একজন ক্রিকেটার সর্বোচ্চ ৪০ লাখ টাকা পারিশ্রমিক হিসেবে পাবেন। সর্বনিম্ন পারিশ্রমিক তিন লাখ টাকা।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!