• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফের কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট


নিউজ ডেস্ক জুলাই ২৯, ২০১৬, ১০:৫২ পিএম
ফের কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

পরবর্তী এক বছরে আবারও প্রায় ২৮৫০ কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে মাইক্রোসফট। সর্বমোট কর্মীসংখ্যার প্রায় চার শতাংশ ছাঁটাই করার পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিচ্ছে।

বাজারের শীর্ষস্থানীয় মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান, অ্যাপল এবং স্যামসাং ইলেকট্রনিক্সের সঙ্গে টেক্কা দিতেই ২০১৪ সালে ফিনল্যান্ডভিত্তিক হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়াকে কিনেছিল মাইক্রোসফট। প্রধান নির্বাহী সত্য নাদেলা, যিনি চুক্তিটি হওয়ার দুই মাস পর দায়িত্ব নেন, তিনি ধুঁকতে থাকা ফোন ব্যবসার পুনর্গঠনের দিকে নজর দিয়েছেন।

এর আগে  ১৮৫০ জন কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার ঘোষণা দিয়েছিল মার্কিন এই সফটওয়্যার জায়ান্ট। এই ছাঁটাই তালিকার অধিকাংশই ফিনল্যান্ডের। চাকরি থেকে সরানোর জন্য কর্মীদের ৯৫ কোটি ডলার ক্ষতিপূরণও দিয়েছিল প্রতিষ্ঠানটি। রয়টার্সের তথ্য মতে, জুন ৩০ পর্যন্ত মাইক্রোসফটে প্রায় এক লাখ ১৪ হাজার পূর্ণকালীন কর্মী ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!