• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের জাতীয় হকি কোচ মাহবুব হারুন


ক্রীড়া প্রতিবেদক জুন ১৫, ২০১৭, ০৮:৫৭ পিএম
ফের জাতীয় হকি কোচ মাহবুব হারুন

ঢাকা: আগামী ১২ অক্টোবর থেকে ঢাকায় বসবে এশিয়া কাপ হকির দশম আসর। টুর্নামেন্টের জাপান-দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলকে মোকাবেলা করতে হবে স্বাগতিক বাংলাদেশকে। তাই আগে প্রস্তুতি শুরু করেছে স্বাগতিকরা। বাছাই করা ২৩ খেলোয়াড় নিয়ে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলছে ক্যাম্প। কিন্তু অনুশীলনে নেই প্রধান কোচ। তিনি নিজ দেশে বসে অলস সময় পার করছেন। এমন দায়িত্বহীনতায় জার্মান কোচ অলিভার কার্টজকে বহিষ্কার করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। নতুন কোচ নিয়োগ দিতে খুব বেশি সময় নেয়নি সংস্থাটি।

মাহবুব হারুনকে জাতীয় হকি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে হকি ফেডারেশন। বুধবার (১৫ জুন) ফেডারেশনে উপস্থিত হয়ে নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন হারুন। এ সময় তিনি বলেন, ‘আমি তো এর আগেও জাতীয় দলের কোচ ছিলাম। এটা আমার জন্য নতুন কিছু নয়। তবে জাতীয় দলের হয়ে কাজ করাটা সম্মানের। কিছু করতে পারলে নিজের কাছে ভাল লাগবে। ফেডারেশন আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সফলভাবে পালন করার জন্য চেষ্টা করবো।’

২০০৬ সালে প্রথমবারের মতো জাতীয় হকি দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন হারুন। তারপর বিভিন্ন দফায় আরও কয়েকবার। তার অধীনে এএইচএফ কাপের একাধিক ট্রফি জিতেছে বাংলাদেশ জাতীয় হকি দল। এছাড়া বিশ্ব হকি লীগের দ্বিতীয় পর্বে হয়েছে তৃতীয়। সে হিসেবে দেশীয় কোচদের মধ্যে হারুনের সাফল্য সত্যিই প্রশংসনীয়। এ প্রসঙ্গে ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেন, ‘হারুনের অধীনে জাতীয় দলের আগেও একাধিক সাফল্য পেয়েছে। আমরা তার অতীত-অভিজ্ঞতা বিবেচনায় রেখে তাকেই কোচ হিসেবে  চূড়ান্ত করেছি। আশা করছি তার অধীনে জাতীয় দল নিজেদের মাঠে ভাল ফল করবে।’

এবার নির্বাচকরা অপেক্ষাকৃত তারুণ্যনির্ভর দল গড়েছে। জিমি-পিন্টুরা এতে নেই। এ নিয়েই মূলত জার্মান কোচ অলিভার কাটর্জের সঙ্গে বিরোধ বাধে বাহফের। অলিভারের আজ শুক্রবার ঢাকায় আসার কথা। ফেডারেশনের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন। এতে অবশ্য কোন লাভ নেই। ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাকে না রাখার বিষয়ে। তার পরিবর্তেই হারুনকে নিয়োগ দেয়া।

হারুনের প্রত্যাশা,‘ ২০১৩ সালের মালয়েশিয়াতে এশিয়া কাপে ভাল ফল হয়নি। সেই প্রেক্ষাপট ভিন্ন ছিল। এবার তো নিজেদের মাঠে খেলা। তারুণ্য নির্ভর দল নিয়ে ভাল ফল করতে চাই। আমাদের হাতে সাড়ে তিনমাসের মতো সময় আছে। এই সময়ের মধ্যে ভাল একটি দল গড়া যাবে। আমার বিশ্বাস সবকিছু ঠিক থাকলে আমরা কমপক্ষে ষষ্ঠ স্থান অর্জন করতে পারবো।’
 
সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!