• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফের দুই মাস পেছালো বিচারকদের শৃঙ্খলাবিধির আপিল শুনানি


আদালত প্রতিবেদক মার্চ ৭, ২০১৭, ১০:৩০ এএম
ফের দুই মাস পেছালো বিচারকদের শৃঙ্খলাবিধির আপিল শুনানি

ঢাকা: বিচারপতিদের অপসারণ সংসদের হাতে রেখে করা সংবিধানের ১৬তম সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের পরবর্তী শুনানি আগামী ৮ মে। এ মামলার শুনানির জন্য রাষ্ট্রপক্ষকে দুই মাস সময় দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এছাড়াও এ মামলায় আপিল বিভাগের নিয়োগপ্রাপ্ত অ্যামিকাস কিউরি ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল ও এমআই ফারুকী উপস্থিত ছিলেন।

এদিকে ড. কামাল হোসেন তার লিখিত মতামত আদালতে দাখিল করেছেন। বাকি অ্যামিকাস কিউরিদেরকেও (আদালতের বন্ধু) দ্রুত লিখিত মতামত জমা দেয়ার জন্য আদালত অনুরোধ জানিয়েছেন। পরে ড. কামল হোসেন বলেন, রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে দুই মাস সময় দিয়েছেন আদালত। আমি এরই মধ্যে আমার লিখিত বক্তব্য দিয়েছি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!