• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের নিষিদ্ধ হাফিজের বোলিং


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৬, ২০১৭, ০৮:৪০ পিএম
ফের নিষিদ্ধ হাফিজের বোলিং

ঢাকা: বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন পাকিস্তানের অফ স্পিনার মোহাম্মদ হাফিজ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একথা জানিয়েছে। তবে ব্যাট হাতে মাঠে দেখা যাবে এই পাক অলরাউন্ডারকের

গত মাসে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের সময় হাফিজের করা বোলিং নিয়ে প্রশ্ন তুলে রিপোর্ট করেন ম্যাচ কর্মকর্তারা। তার প্ররিপেক্ষিতে আজ তাৎক্ষণিকভাবে হাফিজকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি।

আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘পর্যালোচনা করে দেখা গেছে, হাফিজের অধিকাংশ ডেলিভারি নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি।’

হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে এর আগেও দুবার প্রশ্ন ওঠে। ২০১৪ সালের ডিসেম্বরে প্রথমবার নিষিদ্ধ হয়েছিলেন হাফিজ। বোলিংয়ের ছাড়পত্র পান পরের বছরে এপ্রিলে। ২০১৫ সালের জুনে ফের একই কারণে নিষিদ্ধ হন হাফিজ। ২৪ মাসের মধ্যে বোলিং অ্যাকশন ফের প্রশ্নবিদ্ধ হওয়ায় ২০১৫ সালের জুলাই থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি।
 
সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার এক বছর পার হতে না হতেই ফের ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারের বোলিং নিয়ে ফের প্রশ্ন ওঠল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!