• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফের পাক হাইকমিশনারকে তলব


নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০১৬, ০৪:৫৮ পিএম
ফের পাক হাইকমিশনারকে তলব

নিজামীর ফাঁসিতে উদ্বেগ প্রকাশ করায় চার দিনের মাথায় আবারও পাকিস্তানি হাইকমিশনার সূজা আলমকে বৃহস্পতিবার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে একই বিষয়ে গত সোমবার (৯ মে) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে তলব করা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বৃহস্পতিবারের তলবের কথা জানা গেছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধী হিসেবে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অপরাধে অর্ধযুগের বিচার প্রক্রিয়া শেষে ১১ মে নিজামীকে ফাঁসি দেওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর পাকিস্তানের সংসদে শোক প্রকাশ করা হয়। এর আগে ৫ মে চূড়ান্ত বিচারে নিজামীর ফাঁসির রায় বহাল থাকার পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কথা রয়েছে পাক হাইকমিশনারের।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!