• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফের পায়ূপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যা


সোনারগাঁও প্রতিনিধি ডিসেম্বর ১৫, ২০১৬, ০৯:৫৪ এএম
ফের  পায়ূপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যা

নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের বস্তুল এলাকায় বুধবার (১৪ ডিসেম্বর) রাতে এক শিশু শ্রমিককে পায়ূপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এমআর গ্রুপের বিআর স্পিনিং মিলের ওই শিশুর নাম ইয়ামিন (১৬)। এ ঘটনায় তার সহকর্মী আরেক শ্রমিক রায়হানকে (১৬) আটক করেছে পুলিশ।

সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে ইয়ামিন এয়ার কম্প্রেসার দিয়ে রায়হানকে শরীর (তুলা) পরিষ্কার করে দিতে বলে। এর এক পর্যায়ে পায়ূপথে বাতাস দিলে অসুস্থ হয়ে যায় আল আমিন।

রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়ামিনের বাবার নাম শাহজাহান। তার বাড়ি আড়াইহাজারের বগাদি গ্রামে। রায়হানের বাবার নাম নুরুল হক। তার বাড়ি সোনারগাঁর মাহমুদপুরে।

এর আগে গত ২৪ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়ায় ‘জোবায়দা টেক্সটাইল’ মিলে সাগর বর্মন (১০) নামের শিশু শ্রমিকের পায়ূপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠে। তারও আগে গেল ২০১৫ সালের ৪ আগস্ট খুলনা নগরীর টুটপাড়ায় একটি মোটর গ্যারেজে পায়ূপথে কমপ্রেসারের মাধ্যমে বাতাস ঢুকিয়ে রাকিব নামে এক কিশোরকে হত্যা করা হয়। এনিয়ে সারাদেশে তোলপাড় হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!