• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের বাজারে আসছে মোটোরোলার ফ্লিপ ফোন


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক মে ২৬, ২০১৬, ০৬:২৮ পিএম
ফের বাজারে আসছে মোটোরোলার ফ্লিপ ফোন

একটা সময় ছিল যখন মোবাইল ফোনের বাজার একাই জমিয়ে দিয়েছিল মোটোরোলার ফ্লিপ ফোন৷ ১৯৯৬ সালে মোটো বাজারে এনেছিল রার্জ ভি ৩ আই, মোটো পেবলের মতো হ্যান্ডসেট৷ যা এক ধাক্কায় পেছনে ফেলে দিয়েছিল ওই সময়ের বহু ক্যামেরাযুক্ত মোবাইলকেও৷ এর বাজার এতই চড়া ছিল যে ২০০৪ সালে মোটো বাজারে নিয়ে এসেছিল রার্জ ভি ৩ নামের একটি মডেল৷ যার মূল্য তখনই ছিল ৩১ হাজার টাকা৷

মনে হতে পারে কেন বলছি একথা? আসলে অতি সম্প্রতি সামনে এসেছে এমন একটি ভিডিও যা ইঙ্গিত করছে সম্ভবত আবার ফিরে আসতে চলেছে মোটোরোলার সেই ফ্লিপ ফোন৷ মোটোর বর্তমান মালিক সংস্থা লেনোভো হয়ত বাজারে আনতে চলেছে মোটো রার্জ মডেলটিকে৷

মোটোরোলা ছাড়াও স্যামসাংও বাজারে আনছে তাদের ফ্লিপ ফোন ডব্লু২০১৬৷ যাতে রয়েছে অ্যানড্রয়েড ভারসন, টাচ স্ক্রিন, তিন জিবি ব়্যাম ও ১৬ মেগাপিক্সেল ক্যামেরা৷ তবে মোটো রার্জের অ্যানড্রয়েড ভারসানে কি কি প্রযুক্তি থাকবে তা এখনও জানা যায়নি৷ এর জন্য অপেক্ষা করতে হবে ২০১৬ সালের ৯ জুন পর্যন্ত৷ সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!