• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের বিমানের দুই হজ ফ্লাইট বাতিল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৭, ০৪:৪৪ পিএম
ফের বিমানের দুই হজ ফ্লাইট বাতিল

ঢাকা: যাত্রীসংকটে বিমানের নিয়মিত দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার(১৭ আগস্ট) যাত্রী সংকটে পড়ে দুটি ফ্লাইট বাতিল করেছে বিমান। বিমানের ভোর ৬টা ৫ মিনিটের বিজি-১০৭৩ ও বেলা ১টা ২৫ মিনিটের বিজি-৫০৭৩ ফ্লাইট দুটি বাতিল করা হয়েছে। এ নিয়ে বিমানের ২৫টি ফ্লাইট বাতিল হলো এ পর্যন্ত।

শাকিল মেরাজ জানান, হজযাত্রীসংকটের কারণে বিমানের দুটি নিয়মিত ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিলের কারণে বিমান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ২৪ জুলাই বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়।

গত ২০ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ২৯টি হজ ফ্লাইট বাতিল বা সময় পেছানো হয়েছে যাত্রী না পাওয়ার কারণে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!