• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ৮, ২০১৭, ১১:২৩ এএম
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল

ঢাকা: আবার ভূমিকম্পে কাপল নেপাল। রিখটার কম্পনের মাত্রা ছিল ৫। শুক্রবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে কেঁপে ওঠে কাঠমুণ্ডু সংলগ্ন এলাকা। ভূপৃষ্ঠের দশ কিমি অভ্যন্তরে কম্পনের উৎসস্থল বলে জানা গেছে।

এর আগে, বুধবার বিকেলেও জোরালো কম্পন অনুভূত হয় নেপালের রাজধানী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। কম্পন ছড়িয়ে পড়ে ভারতের উত্তরাঞ্চলেও। ভারতের দেরাদুন থেকে ১২১ কিমি পূর্বে ছিল উৎসস্থল। উত্তরাখণ্ডের রুরকিতেও কম্পন অনূভুত হয়।

২০১৫ সালে ৭.৮ মাত্রার ভয়াবহ কম্পনে তছনছ হয়ে যায় নেপালের একাংশ। মারা যান ৯০০০ মানুষ। আহত হন প্রায় ২২০০০ জন। গত আট দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই ভূমিকম্পে ক্ষতি হয় ঐতিহাসিক স্থাপত্য, ঘরবাড়ির।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!