• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফের রাসায়নিক হামলা হলে আঘাত হানবে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৫, ২০১৮, ০৯:৩৯ এএম
ফের রাসায়নিক হামলা হলে আঘাত হানবে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

ঢাকা: সিরিয়া ও তার মিত্ররা যদি বিদ্রোহীদের লক্ষ্য করে আবারো রাসায়নিক হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বসে থাকবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তারা বলছে, আমেরিকা ওই হামলার উচিত জবাব দেবে।

শনিবার (১৪ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স সিরিয়ার সরকারি তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে প্রায় শতাধিক বোমা হামলা করে।

একই দিন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের জরুরী বৈঠকে সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের স্থায়ী কূটনীতিক নিক্কি হ্যালি বলেন, ‘যদি সিরিয়ার সরকার বা তার মিত্ররা আবারো রাসায়নিক হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্রও হামলা চালাবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট একটি ছক এঁকেছেন, প্রয়োজনে তিনি ওই ছক অনুযায়ি হামলার নির্দেশনা দেবেন।’

শনিবার সাকালে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ার বিজ্ঞান গবেষণাগার, রাসায়নিক উপাদান রাখার গুদাম এবং রাসায়নিক ফ্যাকাল্টি লক্ষ্য করে হামলা চালায়। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানানো হয়নি।

নিক্কি হ্যালি বলেন, আমাদের এই হামলা কারো প্রতি প্রতিহিংসার হামলা নয়, যেন আসাদ সরকার আর কখনো রাসায়নিক হামলা না চালায় এর সতর্ক বার্তা।

সোনালীনিউজ/ঢাকা/এআই 

Wordbridge School
Link copied!