• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফের সুযোগ হলে সব বলবো, প্রাণপ্রিয় আপাকে


ফেসবুক থেকে ডেস্ক জুলাই ৫, ২০১৮, ০৭:২৯ পিএম
ফের সুযোগ হলে সব বলবো, প্রাণপ্রিয় আপাকে

ঢাকা: ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশী ৩২৩ জনের সঙ্গে গণভবনে কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে পদপ্রত্যাশী ৩২৩ জনের পারিবারিক পরিচয়সহ জীবনবৃত্তান্ত এবং সাংগঠনিক ও গোয়েন্দা সংস্থার ৫ স্তরের রিপোর্ট যাচাই বাছাইয়ের পর বুধবার (৪ জুলাই) তিনি তাদের ডেকেছেন।

সেই আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পান ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যচক্র বিষয় সম্পাদক গোলাম রাব্বানি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি শেয়ার করেছেন প্রিয় নেত্রীর সাথে কথা বলার সেই অভিব্যক্তির কথা।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘আপা সুযোগ দিলেন কথা বলার, ১০০+ এর পর অনেক চেষ্টায় ফ্লোর পেলাম। হৃদয় নিংড়ানো আবেগময় অনুভূতি, ছাত্রলীগ নিয়ে আজন্ম লালিত স্বপ্ন, আমার-আমাদের লাখো তৃণমূল কর্মীর বেদনাহত বঞ্চনার অনুযোগ, চাওয়া-প্রত্যাশা, ছাত্রলীগের অমিত সম্ভাবনার আগামী, অনেক অনেক কিছু বলার ছিল।’

গোলাম রাব্বানি জানান, ‘১ মিনিটে তো সম্ভব নয়। আর মাইক হাতে নিয়ে আবেগ-ভালোবাসার শেষ ঠিকানা, দেশরত্ন শেখ হাসিনার চোখে চোখ পড়তেই কেমন একটা স্বপ্ন ঘোর। সালাম দিয়ে নাম পরিচয় বলে ঘোর কাটাতেই মিনিট শেষ! ফের কোনোদিন সুযোগ হলে আবেগের ঘোর কাটিয়ে সব বলবো, প্রাণপ্রিয় আপাকে।’

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!