• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেরদৌসী প্রিয়ভাষিণী মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেলেন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১১, ২০১৬, ০১:৩৯ পিএম
ফেরদৌসী প্রিয়ভাষিণী মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেলেন

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত প্রখ্যাত ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণীসহ আরও ১২৩ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। এ নিয়ে মোট ২১৩ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হলো।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৫তম সভায় ১২৩ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৯ মে ২৩ জনকে, ১৪ মার্চ ২৬ জনকে এবং ২০১৫ সালের ১২ অক্টোবর ৪১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয় সরকার। তিন দফার কোনোটিতেই নিজের নাম নাম থাকায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছিলেন ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী। অবশেষে বীরাঙ্গনাদের চতুর্থ দফার তালিকায় ফেরদৌসির নাম উঠে আসে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!