• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেসবুক ও ইনস্টাগ্রামে বিপর্যয়


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক অক্টোবর ১২, ২০১৭, ০১:০৮ পিএম
ফেসবুক ও ইনস্টাগ্রামে বিপর্যয়

ঢাকা: বিশ্বজুড়ে বিপর্যয় ফেসবুক ও ইনস্টাগ্রামে। লাখ লাখ ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন। অনেকেই ফেসবুক ওয়েবসাইটে গেলে একটি ‘কালো’ পেজ খুলে যাচ্ছে। কোনো পেজ ‘রিফ্রেস’ করা যাচ্ছে না। লগ আউটের অপশনও আসছে না।

কেউ কেউ কোনো একটি পেজ খুলতে পারছেন। তবে কোনো কিছু পোস্ট বা আপলোড করতে পারছেন না। ব্রাজিল, জাপান, ভারত, বাংলাদেশ ও ইউরোপের বেশ কিছু অংশে এই সমস্যা দেখা দিয়েছে। কি কারণে ফেসবুকে এই সমস্যা দেখা দিল, তা স্পষ্ট নয়।

ফেসবুকের পক্ষ থেকে কোনো যান্ত্রিক গোলোযোগের কথা এখনো ঘোষণা করা হয়নি। বুধবার বিকেল ৪টা থেকে সমস্যা শুরু হয়েছে। অনেকেই ফেসবুক ব্যবহার করতে না পেরে ট্যুইটারে অভিযোগ করছেন।

চলতি বছরে এর আগেও একবার ব্রিটেন জুড়ে ফেসবুক স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই সময় ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ‘জাভাস্ক্রিপ্ট’ কোডে সমস্যা থাকায় ফেসবুক বন্ধ হয়ে যায়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!