• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেসবুক থেকে ভিডিও নামিয়েছে পাকিস্তান হাইকমিশন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩১, ২০১৭, ০৬:২১ পিএম
ফেসবুক থেকে ভিডিও নামিয়েছে পাকিস্তান হাইকমিশন

ঢাকা: বাংলাদেশে থাকা পাকিস্তান হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে করা ভিডিওটি সরিয়ে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার রাফি উজ্জামান সিদ্দিকিকে তলব করা হলে তিনি মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছেন। এসময় শেয়ার করা ওই ভিডিও’র তীব্র প্রতিবাদ জানানো হয় ঢাকার পক্ষ থেকে।

পাকিস্তানি হাইকমিশনারের কাছে আনুষ্ঠানিক কড়া প্রতিবাদপত্রও পেশ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান। দুপুর সোয়া ৩টা থেকে শুরু করে দু’জনের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে ভারপ্রাপ্ত সচিব কামরুল আহসান বলেন, ‘ভিডিও লিংকটি শেয়ার করার জন্যই রাফি উজ্জামান সিদ্দিকিকে তলব করা হয়েছে। শেয়ার করা ভিডিও লিংকটি দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।

কামরুল আহসান বলেন, ‘আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। তারা যদি ইতিহাস বিকৃতি অব্যাহত রাখে, সেটি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।’

এ বিষয়ে পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে কী বলা হয়েছে, জানতে চাইলে কামরুল আহসান বলেন, ‘যে লিংকটি তারা শেয়ার করেছে, সেটি তারা ডিলিট করে দিয়েছে এবং এই লিংকটি শেয়ার করার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে, এটা ইচ্ছাকৃত কোনও ঘটনা ছিল না।’

এই ভিডিও লিংক শেয়ারের জন্য পাকিস্তান ওয়েবসাইটে দুঃখ প্রকাশ করবে কিনা, জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা তাদের বলেছি তারা যেন ওয়েবসাইটে দুঃখ প্রকাশ করে। দেখা যাক, কী হয়।’

উল্লেখ্য, বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশনের ফেসবুক পেজে একটি ভিডিও লিংক শেয়ার করা হয়। ওই ভিডিওতে বলা হয়— বঙ্গবন্ধু নন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!