• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেসবুকে আপত্তিকর পোস্ট, জরিমানা কোটি টাকা


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক আগস্ট ১১, ২০১৬, ১২:৫৯ এএম
ফেসবুকে আপত্তিকর পোস্ট, জরিমানা কোটি টাকা

ফেসবুকে আপত্তিকর পোস্টের জেরে জরিমানা করা হল এক ব্যক্তির। প্রায় দেড় লাখ মার্কিন ডলার জরিমানা হয়েছে তার। ভারতীয় মূল্যে এর পরিমাণ প্রায় এক কোটি টাকা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ওই ব্যক্তির নাম ডেভিড স্কট। এক হোটেল মালিকের করা মামলার ভিত্তিতে এই রায় দেন নিউ সাউথ ওয়েলস জেলা আদালতের বিচারক।

২০১৪ সালে ডেভিড স্কট ফেসবুকে বিতর্কিত পোস্টটি লেখেন। তিনি অভিযোগ করেন, নিউ সাউথ ওয়েলস-এর ন্যামবুকা শহরে কেনেথের দুটি হোটেল আছে। যেখানে শিশুদের সঙ্গে যৌন সম্পর্কের মতো অবৈধ কাজ চলে। ফেসবুকে এই বিতর্কিত পোস্টটি প্রত্যাহার করা এবং তাঁকে ক্ষমা চেয়ে নেয়ার জন্য অনুরোধ করেন কিনিথ। কথা শোনেননি ডেভিড। উল্টা কিনিথকে বেধড়ক মারধর করেন তিনি। যার জেরে ৬ মাস হাসপাতালে ভর্তি থাকতে হয় কিনিথকে। তাঁর হোটেলে এই ধরনের কাজ হওয়ার কথা অস্বীকার করেছেন কিনিথ। এদিকে ঘটনাটি ততক্ষণ আদালত পর্যন্ত গড়িয়েছে। আজ বিচারক ডেভিডকে দেড় লাখ মার্কিন ডলার জরিমানা দেয়ার নির্দেশ দেন। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

 

Wordbridge School
Link copied!