• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের জয়ে রাজধানীতে উল্লাস


নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০১৮, ১২:০২ পিএম
ফ্রান্সের জয়ে রাজধানীতে উল্লাস

ঢাকা: ফ্রান্স-বেলজিয়াম ম্যাচকে ঘিরে টানাটান উত্তেজনা ছিলো বাংলাদেশেও। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখেন দু’দলের সমর্থকরা। ম্যাচ জয়ের পর উল্লাসে ফেটে পরে ফরাসি ভক্তরা। হারে হতাশ হলেও ভবিষ্যতে দলের জন্য শুভকামনা জানিয়েছেন বেলজিয়াম সমর্থকরা।

সেন্ট পিটারবার্গ টু ঢাকা । কয়েক ঘণ্টার জন্য যেন মিশে গেলো ১টা বিন্দুতে। ফ্রান্স বেলজিয়ামের সমর্থকরা তো বটেই, বাদ পড়া হট ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির সমর্থকরা ছিলো এক কাতারে।

ম্যাচ শুরুর আগেই জায়ান্ট স্ক্রিনের সামনে দু’দলের সমর্থকদের মহড়া। প্রতিটি আক্রমণ প্রতি আক্রমণ-ই যেন গ্যালারির উল্লাস। যে রেশ ছিল পুরো ৯০ মিনিট সহ অতিরিক্ত ৬ মিনিটেও। তবে উমতিতির গোলেই যেন রাতটা লেখা হেয় যায় ফরাসিদের জন্য। তাইতো ব্লুজ সমর্থকদের বাধ ভাঙ্গা উল্লাস।

বিপরীতে রাজ্যের হতাশা ছুঁয়ে গেছে রেড ডেভিল ভক্তদের। পুরো আসরে দুর্দান্ত খেলেও এমন হার কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

তবে একটা ব্যাপার আবারো প্রমাণিত হলো। হট ফেবারিটদের বিদায়েও কিছুটা রং হারালেও বাংলাদেশে জৈলুস কমেনি বিশ্বকাপের। যে ধারা যে বাকি তিন ম্যাচেও অব্যাহত থাকবে তা তো সহজেই অনুমেয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!