• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডায় কুমিরের শিকার শিশুর দেহ মিলেছে


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৬, ২০১৬, ০৮:২৫ পিএম
ফ্লোরিডায় কুমিরের শিকার শিশুর দেহ মিলেছে

ফ্লোরিডায় কুমিরের আক্রমণের শিকার হয়ে হারিয়ে যাওয়ার পর মিলেছে দুই বছরের শিশুটির দেহ। ফ্লোরিডার স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে কুমির শিশুটিকে পানিতে টেনে নিয়ে যাওয়ার পর থেকে উদ্ধার কাজ চলছিল।
 
ডুবুরিরা সেখানে একজন শিশুর অক্ষত দেহ খুঁজে পেয়েছে বলে জানিয়েছে ফ্লোরিডার পুলিশ বিভাগ। তবে লেন গ্রেভস নামের শিশুটির দেহ জন সম্মুখে আনা হয়নি।
 
এর আগে দুই বছরের শিশুটিকে পানিতে টেনে নিয়ে যায় কুমির। ছেলেটির বাবা এ সময় পানিতে ঝাপ দিয়ে ছেলেকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। ওরল্যান্ডো শহরে ডিজনি গ্রান্ড ফ্লোরেডিয়ান রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের নিকটে 'সেভেন সি লেগুন' এর তীরে এ ঘটনা ঘটে।
 
ফ্লোরিডার শেরিফ জানায়, নেবরাস্কা রাজ্য থেকে এই পরিবারটি তাদের শিশুদের নিয়ে বেড়াতে ডিজনির এই রিসোর্টে আসে। রাতে তারা অলস সময় কাটানোর জন্য পানির ধারে এস বসে। এ সময় শিশুটি পানিতে নামলে সেখান থেকে কুমির তাকে টেনে নিয়ে যায়। এ সময় শিশুটির বাবা তাকে খোঁজার চেষ্টা করেন পানিতে নেমে। কিন্তু তিনি খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেয়।
 
উল্লেখ্য, ১৯৪৮ সালের পর থেকে এখন পর্যন্ত ওরল্যান্ডোর এই অঞ্চল থেকে ২২ জন মানুষ কুমিরের আক্রমণে মারা গেছেন। বিবিসি।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!