• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফয়সালের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে জিতল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০১৭, ০৭:৫০ পিএম
ফয়সালের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে জিতল বাংলাদেশ

ঢাকা: দারুন এক জয় দিয়ে অনূর্ধ্ব–১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশের কিশোররা। শুক্রবার (১৮ আগস্ট) নেপালে শুরু হওয়া টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

হ্যাটট্রিক করেছেন ফয়সাল আহমেদ। অন্য গোলটি এসেছে নাজমুল বিশ্বাসের পা থেকে।

২৮ মিনিটে প্রথম গোল করেন ফয়সাল। হ্যাটট্রিক পূরণ করেছেন ৭৪ মিনিটে। তাঁর দ্বিতীয় গোলটি এসেছে ৩২ মিনিটে। দলের তৃতীয় গোলটি করেছেন নাজমুল, ৪৪ মিনিটে।
টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের।

২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এক বছর কমিয়ে টুর্নামেন্টটির নতুন নাম অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!