• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফয়েজ উল্লাহ রবির কবিতা


সাহিত্য সংস্কৃতি ডেস্ক জুন ১৩, ২০১৬, ০৬:১০ পিএম
ফয়েজ উল্লাহ রবির কবিতা

কি দেব তোমায়

ইচ্ছে ছিল তোমাকে আকাশ দেব জ্যোৎস্না রাতে নক্ষত্র সমেত
জেগে যাবে সারা শহর লোক-লোকারণ্য হয়ে যাবে সমাবেশ।

গত বছরের জমানো সঞ্চয়ে কিনে দেব বঙ্গোপসাগর
স্বপ্ন সাধে, সৃষ্টি সুখে সাজিয়ে তুলবো ভালবাসার ঘর।

মন বলে, হিরা-চুন্নি-পান্নায় সাজিয়ে রাখি তোমায় বাসরে
রাজ প্রাসাদে রাণী তুমি, সাম্রাজ্যে কর্তা তুমি, রাজ আসরে।

যদি মনের মণি-কোঠায় রাখি, তবে ছোট হয়ে যায় বসন
সারা জমিন লিজ নেব যে, সাজাতে প্রিয়া তোমার আসন।

দৃষ্টির সীমানা যত দূরে যায় সবটায় লিখে দেই নাম তোমার
তুমি ছাড়া কিসে, সব যেন মিছে, কি আছে জীবনে আমার।

সামনের মাসে বেতন পেলেই কিনে দেব সুন্দরবন
পাগল ভাবতে পারে আমায় সবাই, বুঝে না তো মন ।

আকাশ-কুসুম স্বপ্ন দেখি, যদিও তা বাস্তবতায় নয়
তোমার জন্য পারি সবি, পাছের লোকে যতই মন্দ কয়।

ইচ্ছে আছে আসমান সমান সাধ্য অতি সামান্য
ভালবাসি তোমায় এই প্রেমিক নগণ্য আমি।

রাগ করো না প্রিয়া আমার, ভাল্লাগে না দিলে আড়ি
তোমার জন্য সাত-সাগর আর তের নদী দিতে পাড়ি।

পৃথিবী জোড়া ভালবাসা তোর চরণে লুটাতে রাজী
জানিস তোরে ভালবেসে, ধরতে পারি জীবন বাজী ।
 
আকাশ কুসুম স্বপ্ন আছে এই হৃদয়ে সদা জাগে
একটু হাসি দিলে হবে, থাকিস না তো, আর রেগে।
 
আকাশ, সাগর, বন দিলে তোরে, অন্য সবাই শূন্য রবে
চাঁদ তারাতে সুখ খুঁজে যে, সুখ পাবে যে অন্য সবে।

ঘাস ফুলেতে সাজিয়ে দিলাম খোঁপা, রক্ত জবা, বেল ফুল,
কৃঞ্চচুড়া শিমুল, পাতা বাহারে হয়ে যা খুশি, বুঝিস না ভুল।

প্রকৃতি

অগ্নি কোণে মেঘ করেছে
বায়ু কোণে বৃষ্টি,
ঈশান-নৈঋত চুপ রয়েছে
ফেরে না যে দৃষ্টি।

ঝরা পাতার প্রাণ এসেছে
হাসছে হাসি-মিষ্টি,
নতুন করে জান পেয়েছে
ফুলে-ফলে নব সৃষ্টি।

কাননে কাননে অলির গুঞ্জন
কুসুমে কাটে বেলা,
মন নাচে আজ,হয়ে রঞ্জন
মানুষ-প্রকৃতির মেলা।

পাখিদের কলরবে মুখরিত
হারাই পাখির ভিড়ে,
থাকি সবুজের বুকে অন্তরিত
চাইনা ফিরতে নীড়ে।

একটি চিঠির অপেক্ষায়

তারপর, মাঝ খানে কেটে গেল অনেক গুলো বছর--
রেশমী সুতায় হাতে বুনা সোয়েটারের রং জ্বলে গেছে কবেই।

ভাঙ্গা সিরামিক কাপে এখন চা করি পান
ক্যালেন্ডারটার সাড়ে তিন মাস উল্টেনি পাতা
দেয়াল ঘড়ির ব্যাটারি নেই অনেক দিন ধরে।

আকাশ আজও নীল বদলেনি একটুও
শুধু তুমি অনেকটা বদলে গেলে যেন
সেই যে গেলে নাওনি আর খবর
দিয়ে গেলে কি ভালবাসার কবর।

তোমার প্রতীক্ষায় কাটে আমার প্রহর
আসবে ফিরে, এইতো এখনই, বলে এই মন,
তোমার পেতে দেখা খুঁজেছি কতো নগর বন্দর
ঠিকানা তোমার আজ কোন সু-দূরে,পাইনা কেন দেখা
চিঠি দিও, জানিয়ে দিও, আছি তোমার মন প্রাণজুড়ে।

পোস্ট অফিসের পিয়ন পোস্ট মাস্টার ঘুমিয়ে ঘুমিয়ে
কাটিয়ে দেয় বেলা, চিঠির নেই আগের মতো মেলা।

সেই আমি অপেক্ষায়.......একটি চিঠির
আজও আসেনি সেই দিন।


ফয়েজ উল্লাহ রবি :
প্রবাসী কবি ফয়েজ উল্লাহ রবি। থাকেন সৌদি আরবের দাম্মাম শহরে। সেখানে বসে আপন মনে কবিতা লিখে চলেছেন তিনি। তার কবিতায় উঠে আসে অনুভবের প্রেম ও দ্রোহ। বাদ যায় না দেশের প্রকৃতিও। তার কবিতায় প্রেমিকার সঙ্গ ও তার জন্য প্রতিক্ষাও ছাড় পায় না।প্রবাস জীবনে মনের ভেতর যে শূন্যতা বয়ে বেড়াচ্ছেন, সেসবই উঠে আসছে কি-বোর্ডের প্রতিটি খোঁচায়। প্রবাসে থাকলেও কবির মন পড়ে থাকে ব-দ্বীপের ছোট্ট দেশে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। উপরের তিনটি কবিতায় সৌদি আরবের দাম্মামে বসে লেখা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

 

Wordbridge School
Link copied!