• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বই বিতরণে টাকা নেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ


ময়মনসিংহ প্রতিনিধি জানুয়ারি ৫, ২০১৭, ০৪:৩৫ পিএম
বই বিতরণে টাকা নেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ

ময়মনসিংহ : ফুলবাড়ীয়া উপজেলার তেলিগ্রাম উচ্চ বিদ্যালয়ের বিনামূল্যে পাঠ্য বই বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে প্রধান শিক্ষক আবতাফ উদ্দিনকে শোকজ করা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত টাকা ফেরত দিতে নির্দেশ প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার লিরা তরফদার ও মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার তেলিগ্রাম উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলেন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিনামূল্যের পাঠ্য বই বিতরণে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে ৫শ’ থেকে  সাড়ে ৬শ’ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নিয়েছেন শিক্ষকরা।

পরে তদন্ত করে শিক্ষকদের টাকা নেয়ার বিষয়ে সত্যতা পায় তারা। এদিকে উপজেলা নির্বাহী অফিসার লিরা তরফদার জানান, তেলিগ্রাম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের পাঠ্য বই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ায় প্রধান শিক্ষক আবতাফ হোসেনকে শোকজ করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে টাকা ফেরত দিতে নির্দেশ প্রদান করা হয়েছে। তেলিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর অধ্যয়ণরত শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে ৫শ’ থেকে সাড়ে ৬শ’ টাকার বিনিময়ে বিনামূল্যের বই বিতরণ করা হয়। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি বার্ষিক চাঁদার জন্য সাড়ে ৫শ’ করে টাকা নেয়া হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!