• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বইমেলায় আলী আহসানের উপন্যাস ‘নাফ নদীর তীরে’


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৬:৫২ পিএম
বইমেলায় আলী আহসানের উপন্যাস ‘নাফ নদীর তীরে’

ঢাকা: অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে যুক্তরাজ্য প্রবাসী লেখক আলী আহসানের উপন্যাস ‘নাফ নদীর তীরে’। বইমেলার ২২ নং প্যাভিলিয়নে অন্বেষা প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে ‘নাফ নদীর তীরে’ বইটি।

সম্রাট শাহজাহানের পুত্র যুবরাজ শাহ সুজা আপন ভাইদের কাছ থেকে পালিয়ে ঢাকা হয়ে চট্টগ্রামে আসেন, তারপর আশ্রয় নেন জঙ্গলে ঘেরা রহস্যময় আরাকানের ম্রাউক-উ রাজ্যে, সাথে নিয়ে আসেন হাজার পালঙ্কি ভর্তি মুল্যবান ধনসম্পদ। হীরা, চুন্নি, পান্না, সোনা, আরও এমন অনেক ধনরত্ন।

যুবরাজের সম্পদ নাকি তার সুন্দরী কন্যার প্রতি লোভ করলো আরাকানের রাজা থুডাম্বা? এর পরের ঘটনা নিয়ে ইতিহাসে ছড়িয়ে আছে নানান গুজব। অক্সফোর্ডে পড়াশুনা শেষ করে ডঃ সরোজ তার মৃত্যুর আগে কিসের পান্ডুলিপি রেখে গেলেন? পান্ডুলিপির পাতায় পাতায় কিসের সূত্র আর ইঙ্গিত দিয়ে গেছে? কারা চুরি করেছে সেই পান্ডুলিপি? 

রাফিন নামের দেবদূতের মতো ছেলেটা কি পাবে সেই পান্ডুলিপি? প্রফেসর, ডঃ সরোজ, হুসেইন আলী এরা কারা? নাফ নদীর তীরে ঘুরতে এসে মিতা, সুমন কিভাবে এদের সাথে জড়িয়ে গেল?

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের কাহের সাহেব কিভাবে জড়িত এদের সাথে? কানা রাজার গুহায় কি আছে? সমস্ত ঘটনা ধীরে ধীরে জমে উঠছে নাফ নদীর তীরে। কি ঘটছে সেখানে? শাহ সুজার ফেলে যাওয়া ধনরত্নের সন্ধান নাকি এটাকে ঘিরে অন্য কোনও নতুন ইতিহাস ঘটছে নাফ নদীর তীরে? এসব প্রশ্নের উত্তর নিয়েই রচিত হয়েছে উপন্যাসটি।

বইমেলার ২২ নং প্যাভিলিয়নে অন্বেষা প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে ‘নাফ নদীর তীরে’ বইটি।

বইটির যুক্তরাষ্ট্র পরিবেশক মুক্তধারা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক এবং যুক্তরাজ্য পরিবেশক সঙ্গীতা লিমিটেড, ২২ ব্রিক লেন, লন্ডন। rokomari.com/anneshaprokashon গিয়েও যে কেউ অর্ডার করতে পারবেন।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!