• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বউয়ের যন্ত্রণায় নীরবে কাঁদি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০১৭, ০৪:২৪ পিএম
বউয়ের যন্ত্রণায় নীরবে কাঁদি

ঢাকা: পুরুষ নিযার্তন প্রতিরোধের দাবি জানিয়েছে বাংলাদেশ পুরুষ নিযার্তন প্রতিরোধ আন্দোলন।

রোববার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নীরবে কাঁদে পুরুষ দেখার কেউ নাই, পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন চাই’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনটি এ দাবি জানায়।

এ সময় সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম বলেন, আমরা পুরুষেরা বউয়ের যন্ত্রণায় নীরবে কাঁদি, আমাদের দেখার কেউ নাই। বিষয়টি শুনে অনেকের হাসি পেতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে বিষয়টি সত্য।

তিনি বলেন, নারীদের কিছু বললেই তারা যৌতুক ও নারী নিযার্তন মামলা দেয়। আমরা ভয়ে তাদের কিছুই বলতে পারি না। পুরুষরা শুধু বাসায় নয়, ঘরের বাইরেও নিযার্তনের শিকার হচ্ছে। এই পুরুষেরা আত্মসম্মানের জন্য কারো কাছে নিযার্তনের কথা বলতে পারে না। 

তিনি বলেন, আজ আমাদের দেশে অনেক পুরুষই নিযার্তিত হচ্ছে। অথচ এর কোনও বিচার নেই। যত দ্রুত সম্ভব পুরুষ নির্যাতন দমন আইন পাশ করার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান  জানান পুরুষ নিযার্তন প্রতিরোধ আন্দোলনের চেয়ারম্যান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- পুরুষ নিযার্তন প্রতিরোধ আন্দোলনের শিক্ষাবিষয়ক সম্পাদক সৈয়দ হাসান, মইন খান, আবিদ হাসান প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!