• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
রিশা হত্যা মামলা

বখাটে ওবায়দুলের বিরুদ্ধে চার্জশিট


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০১৬, ০৬:০৫ পিএম
বখাটে ওবায়দুলের বিরুদ্ধে চার্জশিট

ঢাকা : রাজধানীতে ছুরিকাঘাতে নিহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৫) হত্যা মামলার প্রধান আসামি বখাটে ওবায়দুল খানকে অভিযুক্ত করে সোমবার (১৪ নভেম্বর) চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ও রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলী হোসেন।

ঢাকা মহানগর হাকিম সত্য ব্রত শিকদার এ অভিযোগপত্র গ্রহণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। ‘চার্জশিটে এ মামলায় ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ আসামির বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলার পরর্বতী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর।

এর আগে ২৪ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর কাকরাইলে বখাটে ওবায়দুলের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ আগস্ট তার মৃত্যু হয়। তার বাবা মো. রমজান আলী একজন কেবল ব্যবসায়ী। রাজধানীর বংশালে তারা সপরিবারে বসবাস করেন।

ঘটনার পরদিন ২৫ আগস্ট এ ঘটনায় স্কুলছাত্রীর মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় এবং পেনাল কোডে হত্যাচেষ্টার অভিযোগ করে ওবায়দুল খানকে (২৯) আসামি করা হয়। ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার ছিল আসামি বখাটে ওবায়দুল খান।

মামলার বিবরণে জানা যায়, প্রায় ৬ মাস আগে মায়ের সঙ্গে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সে যায় সুরাইয়া আক্তার রিশা। সেখানে একটি ড্রেস সেলাই করতে দেয় সে। পরে দোকানের রিসিট থেকে মোবাইল নম্বর নিয়ে টেইলার্সের কাটিং মাস্টার বখাটে ওবায়দুল রিশাকে প্রায়ই ফোনে উত্ত্যক্ত করতো। পরে ফোন নম্বরটি বন্ধ করে দেয়া হলে ওবায়দুল স্কুলে যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করতে থাকে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় রিশাকে ছুরিকাঘাত করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এরপর ওই টেইলার্সে গিয়ে পুলিশ জানতে পারে, ওবায়দুল দুই মাস আগে চাকরি ছেড়ে দিয়েছে।

এরপর গত ৩১ আগস্ট সকালে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওবায়দুলকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে পুলিশ। ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে। এ ঘটনায় পরের দিন আদালত তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের প্রথম দিন সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাতের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় বখাটে ওবায়দুল। বর্তমানে সে কারাগারে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!