• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগি লাইনচ্যুত: সিলেট সঙ্গে রেল যোগাযোগ বন্ধ


মৌলভীবাজার প্রতিনিধি জুলাই ১৮, ২০১৮, ০৭:০৭ পিএম
বগি লাইনচ্যুত: সিলেট সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রতীকী ছবি

মৌলভীবাজার: জেলার কুলাউরার বরমচালে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা এবং চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে ট্রেনটির লাইনচ্যুতের ঘটনা ঘটে। সিলেট থেকে ঢাকা যাবার পথে মালবাহী ট্রেনটি কুলাউড়ারর বরমচালে পৌঁছালে ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

কুলাউড়া রেল স্টেশের মাস্টার মফিজ ইসলাম জানান, ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকা-চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে এবং মাইজগাও স্টেশনে আন্তঃনগর পারাবত আটকা পড়েছে। উদ্ধার কাজ চলছে শেষ হতে আরো সময় লাগতে পারে। উদ্ধার কাজ  শেষ হলে চলাচল স্বাভাবিক হবে।

বরমচাল স্টেশন মাস্টার জানান, বরমচাল থেকে তেলবাহী একটি ট্রেন কুলাউড়ার উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পর সিংগুর নামক এলাকায় গার্ডব্রেকের সামনের একটি খালি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। বগিটি দুর্ঘটনাস্থলে ফেলে তেলবাহী ট্রেন কুলাউড়া স্টেশনে আসে। এরপর কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে যায়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!