• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন স্থগিত


আদালত প্রতিবেদক এপ্রিল ২৪, ২০১৭, ০৫:৫৭ পিএম
বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন স্থগিত

ঢাকা: বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন আগামী ৮ জুন পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রিটকারীকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। সোমবার (২৪ এপ্রিল) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম মাসুদ হোসাইন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান। এর আগে সকালে বগুড়ার মোকামতলা ইউনিয়নের ২ নম্বর সংরক্ষিত আসনের মেম্বার মোছা. ফাহিমা বেগম তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করায় হাইকোর্টে রিট আবেদন করেন।

প্রসঙ্গত, আগামীকাল ২৫ এপ্রিল বগুড়া জেলা পরিষদের শুধু চেয়ারম্যান পদে ভোট গ্রহণের দিন ধার্য আছে। এর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর চেয়ারম্যান পদ বাদে অন্য সব পদে বগুড়া জেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!