• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নারীদের তৈরি টুপি যাচ্ছে মধ্যপ্রাচ্যে


ফিচার ডেস্ক মে ২১, ২০১৮, ০২:৫৭ পিএম
বগুড়ায় নারীদের তৈরি টুপি যাচ্ছে মধ্যপ্রাচ্যে

ঢাকা : বগুড়ার গ্রামে নারীদের তৈরী টুপি দক্ষিণ এশিয়ার পর এখন মধ্য প্রাচ্যের সব দেশেই যাচ্ছে। কারিগরদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য দেশে বাজার সৃষ্টি করতে পারলে টুপি থেকেও আয় হতে পারে আরো বৈদেশিক মুদ্রা।

কুরুশ কাঁটায় নারীদের হাতে তৈরী জালি টুপি শুরু হয় ধুনট উপজেলার বিভিন্ন গ্রামে। পরে শেরপুরসহ আশেপাশের উপজেলার গ্রামগুলোতেও শুরু করেন নারীরা। এখন অন্তত দেড় লাখ নারী পুরুষের আয়ের প্রধান উৎস জালি টুপি।

এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, প্রায় ১ যুগ আগে ভারত ও পকিস্তানে প্রথম যায় বগুড়ার গ্রামে তৈরি জালি টুপি। এখন মধ্যপ্রাচ্যের বাজারও দখল করেছে ক্ষুদ্র এ খাতের পণ্য।

এ খাতকে এগিয়ে নিতে সরকারী নানা উদ্যোগের কথা বলছেন প্রশাসনিক কর্মকর্তারা।

স্থানীয় উদ্যোক্তারা বলছেন, বছরে এ খাতে লেনদেন হচ্ছে গড়ে ৫০ কোটি টাকারও বেশি। সরকারী সহযোগীতা পেলে লেনদেন ও কর্মসংস্থান বাড়বে বলে বিশ্বাস ব্যবসায়ীদের।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!