• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত


নাহিদ আল মালেক, বগুড়া জুলাই ১৩, ২০১৮, ১১:৩৬ এএম
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বগুড়া: জেলায় বন্দুকযুদ্ধে পুটু মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুলাই) রাত ৩ টার দিকে শহরের ভাটকান্দী ব্রিজের পূর্ব মাথায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে বগুড়া শহরের ভাটকান্দী ব্রিজের পূর্ব মাথায় দুই দল  দুষ্কৃতিকারী সংঘর্ষে লিপ্ত হয়েছে মর্মে খবর পেয়ে বনানী ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুলের নেতৃত্বে সদর থানার একদল পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পুলিশের প্রতি গুলি ছুড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে গুরুতর আহত অবস্থায় পরে থাকতে দেখে দ্রুত শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে উপস্থিত লোকজন তাকে চকসূত্রাপুরের পুটু মিয়া হিসেবে সনাক্ত করে। তার বয়স অনুমান ৪৫। পিতার নাম মজিবর রহমান।
রেকর্ড দেখে জানা যায়- তার বিরুদ্ধে সদর ও শিবগঞ্জ থানায় ৫টি মাদকের মামলা রয়েছে। সে জেলার তালিকাভূক্ত একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি ওয়ান গান, একটি পাইপগান, আট রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!