• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু পর্যটন শিল্পেরও জনক: মেনন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৭, ০৫:৫২ পিএম
বঙ্গবন্ধু পর্যটন শিল্পেরও জনক: মেনন

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু পর্যটন শিল্পেরও জনক বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পবিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার(১৭ আগস্ট) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের ৪২ তম শাহদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় মন্ত্রী বলেন, পর্যটনকে অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম উৎসে পরিণত করতে বঙ্গবন্ধু বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি সুইজারল্যান্ডের মতো করে বাংলাদেশকে নির্মাণ করতে চেয়েছিলেন। সমুদ্রের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে ১৯৭৪ সালে সমুদ্র সীমা আইন প্রণয়ন করছিলেন। এজন্য জাতির জনক বঙ্গবন্ধুকে পর্যটন শিল্পেরও জনক বলা যায়।

বিটিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, বিপিসির চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, বিটিবির পরিচালক নিখির চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থান করেন বিটিবির পরিচালক ড. ভূবন চন্দ্র বিশ্বাস।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!