• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সাফারি পার্কে সেই চার শাবক


গাজীপুর প্রতিনিধি নভেম্বর ১৪, ২০১৭, ০৫:৪১ পিএম
বঙ্গবন্ধু সাফারি পার্কে সেই চার শাবক

গাজীপুর: ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরের শার্শা থেকে উদ্ধার হওয়া দুটি সিংহ ও দুটি লেপার্ড (চিতা বাঘ) শাবককে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৪টার দিকে ওই বাচ্চাগুলো পার্কে এসে পৌঁছায় বলে জানিয়েছেন পার্কে কর্মরত ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিসুর রহমান।

তিনি জানান, এর আগে এ পার্কে শাবকসহ সিংহের সংখ্যা ছিল ১৯টি। সিংহের ওই শাবক দুটি নিয়ে এখন সাফারি পার্কে সিংহের সংখ্যা হলো ২১টি। উদ্ধার শাবকগুলোর বয়স আনুমানিক আড়াই মাস।

মো. আনিসুর রহমান আরো জানান, আগে এখানে চিতা বাঘ ছিল না। এটিই এখানে প্রথম। উদ্ধার হওয়া চিতা বাঘের শাবকগুলোর বয়স আনুমানিক দেড় মাস। সিংহ ও চিতা বাঘের শাবকগুলো আলাদা কক্ষে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৩ নভেম্বর) ভারতে পাচারকালে যশোরের চাঁচড়া চেকপোস্ট থেকে পুলিশ ওই শাবকগুলো উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। পরে আইনী প্রক্রিয়া শেষে শাবকগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!