• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম করেছেন : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০১৬, ১২:৩২ পিএম
বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম করেছেন : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি

সাধারণ মানুষ যারা একবেলা পেট ভরে খেতে পারেন না তাদের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘গরিবের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে ভালোবাসা তা ছোটবেলা থেকেই ছিল বঙ্গবন্ধুর।’

বৃহস্পতিবার বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গীপাড়া শিশু কিশোর সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 

এ সময় তিনি প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে বারবার জেলে যেতে হয়েছে। লক্ষ্য থেকে তিনি সামনে এগিয়ে গেছেন। ছোটবেলা থেকে তার মাঝে তা লক্ষ্য করা গেছে। তিনি গায়ের চাদর অন্যদের দিয়ে দিতেন। বই দিয়ে দিতেন।’

এর আগে সকাল সোয়া ১০টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!