• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্মরণে শিবুকান্তি দাশের তিন ছড়া


সাহিত্য সংস্কৃতি ডেস্ক আগস্ট ১৪, ২০১৬, ০৪:০৫ পিএম
বঙ্গবন্ধু স্মরণে শিবুকান্তি দাশের তিন ছড়া

মুজিব আছে সবার প্রাণে

সবাই বলে বঙ্গবন্ধু মুজিব নাই
বলছি আমি চেয়ে দেখো ভোরের আঙ্গিনায়,
জুঁই চামেলি ফুটতে ফুটতে বলছে মুজিব ভাই
তোমার চরণ দাও এগিয়ে একটু চুমো খাই।

কে বলেছে মুজিব নেই আজ দেখো তো পদ্মায়
নাওয়ের পালে মুগ্ধ মনে বেড়াই সে সন্ধ্যায়,
কারখানাতে চালায় শ্রমিক মেশিন ভারি ভারি
কাজের ফাঁকে রব উঠে যায় হাল ধরো কান্ডারী।

শেখ মুজিবের এক ডাকেতে অস্ত্র হাতে ধরি
একাত্তরে হায়েনাদের কুপোকাত করি,
স্বাধীন দেশে আনন্দেতে করছি সবাই বাস
পচাঁত্তরের পনের আগস্ট ঘটলো সর্বনাশ।

জাতির সাথে বেঈমানিটা করল খুনির দল
লক্ষ কোটি বাঙালিদের ঝরলো চোখের জল,
খুনিগুলোর বিচার হলো ঝুললো ফাঁসির রসিতে
কিন্তু মুজিব নামটা জপে সবাই উঠতে-বসিতে।

মুজিব নামে পাখি আজো গায় সুরে গান
ভাটিয়ালি গানের সুরে মাঝি দেয় নাও টান,
ভোরের হাওয়া বয়ে বেড়াই মুজিব নামের সুর
মুজিব আছে সবার প্রাণে নয়ত বহুদূর।

জাতির পিতা

জাতির পিতা বঙ্গবন্ধু তোমার তুলনা তুমি
তোমার জন্য বাঙালি পায় স্বাধীন বঙ্গভূমি,
তোমার এক আঙ্গুলি হেলান, পাকিদের মনে ভয়
তাদের বুকে জ্বালিয়ে আগুন দিয়েছো তো পরাজয়।

সাতই মার্চে রেসর্কোস মাঠে তোমার কি গর্জন
বাংলাদেশের স্বাধীনতা মহান সে অর্জন,
যেই বলেছো বাঙালি সব দুর্গ গড়ে তোল
এক হুকুমেই কৃষক শ্রমিক বলল এবার চল।

দিকে দিকে মুক্তিসেনা ছুটছে অস্ত্র হাতে
জয় বাংলা ধ্বনিতে সব জাগে মধ্যরাতে,
নিন্দুকেরা নিন্দা করে বদলায় ইতিহাস
মুছতে পারেনি নামটি তোমার চেষ্টায় বারোমাস।

শেখ মুজিবুর তিনি

যার কথা আজ গান কবিতা
ভোরে ফুলের হাসি,
ফাঁসির মঞ্চে বললো যিনি
বাংলাকে ভালোবাসি।

বাংলা আমার জীবন মরণ
বাংলা আমার প্রাণ,
বাংলা মানে বাংলাদেশের 
স্বাধীনতার গান।

স্বাধীনতার গান গেয়েছেন
বীর সাহসী যিনি,
জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর তিনি।

আজ তিনি নেই সবার ঘরের 
দেয়ালে তার ছবি
সেই ছবিটায় বাংলাদেশের
স্বপ্ন গৌরব সবই।

শিবুকান্তি দাশ :
শিবুকান্তি দাশ, পেশায় সাংবাদিক হলেও তার পরিচিতি শিশুসাহিত্যিক ও ছড়াকার হিসেবেই। র্দীঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি শিশুসাহিত্য ও ছড়া লিখছেন নিয়মিত। শিশু সাহিত্যে বিশেষ অবদান রাখায় পেয়েছেন নানা পুরস্কার ও সম্মাননা। এ বছর বাংলাদেশ শিশু একাডেমী প্রকাশ করেছে তাঁর কিশোর কবিতাগ্রন্থ ‘মাঠ পেরুলেই বাড়ি’। সব মিলিয়ে তার বইয়ের সংখ্যা ১২। তিনি বর্তমানে চট্টগ্রামের প্রভাবশালী পত্রিকা দৈনিক পূর্বকোণ-এর ঢাকা অফিসে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি
 

Wordbridge School
Link copied!