• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু হত্যায় রাঘব বোয়ালেরা জড়িত’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৫, ২০১৭, ১২:৪০ পিএম
‘বঙ্গবন্ধু হত্যায় রাঘব বোয়ালেরা জড়িত’

ফাইল ছবি

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রে রাঘব বোয়ালেরা জড়িত ছিল। তবে, এ ষড়যন্ত্রে কারা জাড়িত ছিল তাদের নাম স্পষ্টভাবে বলেন নি তিনি।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত এক রক্তদান কর্মসূচির উদ্বোধনী পর্বে এ মন্তব্য বলেন তিনি।

তদন্তে দুর্বলতার কারণেই এটা সম্ভব হয়নি উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘এই ষড়যন্ত্রের মধ্যে অনেক রাঘব বোয়াল জড়িত ছিল। কিন্তু তদন্তে দুর্বলতার জন্য তাদের বিচারের আওতায় আনা যায়নি। এটি ছিল একটি ফৌজদারি ষড়যন্ত্র।’

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!