• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত


মুন্সীগঞ্জ প্রতিনিধি মার্চ ১৭, ২০১৭, ০২:৫৪ পিএম
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মুন্সীগঞ্জ: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে শিশু সমাবেশ ও র‌্যালি করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি এসে শেষ হয়। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে শিল্পকলা একাডেমির মাঠে কেক কেটে একাডেমির মিলনায়তনে বেলা ১১টার দিকে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম), জেলা সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আনিসউজ্জামান আনিস, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্র. ড. মীর মাহফুজুল হক প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!