• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাষণ ঐতিহাসিক দলিলের স্বীকৃতি ইউনেস্কোর


নিউজ ডেস্ক অক্টোবর ৩১, ২০১৭, ০২:১৬ পিএম
বঙ্গবন্ধুর ভাষণ ঐতিহাসিক দলিলের স্বীকৃতি ইউনেস্কোর

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর মেমোরি অব দি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) প্যারিসে ইউনেস্কোর সদর দফতর থেকে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা এ কথা ঘোষণা করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিশ্ব এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ সম্পর্কে আরো বড়পরিসরে জানবে।

প্রসঙ্গত, দীর্ঘ আপসহীন আন্দোলনের একপর্যায়ে ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

ওই দিন লাখ লাখ মানুষের উপস্থিতিতে এই বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন- ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধুর এ ভাষণে গর্জে ওঠে উত্তাল জনসমুদ্র। লাখ লাখ মানুষের গগনবিদারী স্লোগানের উদ্যমতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পত পত করে ওড়ে বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজ পতাকা। লাখো শপথের বজ্রমুষ্ঠি উত্থিত হয় আকাশে।

ইউনেস্কোর ওয়েবসাইটে জানানো হয়েছে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ ৭৮টি আলোচিত বিষয়কে মেমোরি অব দি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে সংস্থাটির বিশ্ব ঐতিহ্যবিষয়ক কর্মসূচির আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি (আইএসি)। 

সুপারিশে ৭৮টি দলিলের তালিকার মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি রয়েছে ৪৮ নম্বরে। এখন পর্যন্ত বিশ্বের সব মহাদেশের ৪২৭টি দলিল ও ঐতিহাসিক সংগ্রহ মেমোরি অব দি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের তালিকাভুক্ত হয়েছে।

জানা গেছে,  সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল আর্কাইভের মহাপরিচালক আবদুল্লাহ আল রাইজির নেতৃত্বে এবারের আইএসিতে ছিলেন ১৫ বিশেষজ্ঞ। তারা দুই বছরের প্রক্রিয়া শেষে ২০১৬-১৭ সালের জন্য নতুন দলিলগুলোকে মনোনয়ন দেয়ার সুপারিশ করেন। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!