• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গভবনে পৌঁছে গেছে খালেদার ১৩ প্রস্তাব


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০১৬, ১১:৪০ এএম
বঙ্গভবনে পৌঁছে গেছে খালেদার ১৩ প্রস্তাব

নির্বাচন কমিশন (ইসি) গঠন ও শক্তিশালীকরণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে পৌঁছে দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় বঙ্গভবনে এ প্রস্তাবনা পৌঁছে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে এ প্রস্তাবনা তুলে দেন।

প্রস্তাবে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন খালেদা জিয়া। নির্বাচন কমিশনার খুঁজে বের করতে ঐকমত্যের ভিত্তিতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। এতে ১৩ দফা প্রস্তাব রয়েছে।

তবে ওই প্রস্তাবনা পৌঁছে দেওয়ার কয়েকঘণ্টা আগেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এর আগে, গত ১৮ নভেম্বর গুলশানের একটি হোটেলে নির্বাচন কমিশন পুনর্গঠনে ১৩ দফা প্রস্তাব দেন বেগম খালেদা জিয়া। সেই প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে বিএনপি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!