• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে ঝড়ে এক ট্রলার ডুবি ও ৩৫ ট্রলার নিখোঁজ


প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট) জুলাই ২১, ২০১৮, ০৮:২৬ পিএম
বঙ্গোপসাগরে ঝড়ে এক ট্রলার ডুবি ও ৩৫ ট্রলার নিখোঁজ

প্রতীকী ছবি

বাগেরহাট : বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়িয়া ১ নম্বর ফেয়ারওয়েবয়া এলাকায় শনিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ১৭ জেলেসহ এফবি তরিকুল-১ নামের একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ছাড়া ৩০টি ট্রলার নিখোঁজ রয়েছে। এর মধ্যে শরণখোলার কবির আড়তদারের এফবি খায়রুল ইসলাম, আনোয়ার হোসেনের এফবি আট ভাই, জামাল হোসেনের এফ বি আল্লাহ দান ও রফিকুল ইসলামের আল মদিনা ট্রলারের ও পাথরঘাটার আবুল কালামের আল্লাহর দান নামের ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।  

কোস্টগার্ড সূত্র জানিয়েছে, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরি দল প্রস্তুত থাকলেও সাগর উত্তাল হওয়ায় তারা উদ্ধার অভিযান চালাতে পারছে না। নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা জ্ঞানপাড়া এলাকার সগির হোসেনের মালিকানাধীন এফবি তরিকুল-১ ফিশিং ট্রলার শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়ার কাছাকাছি ১ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ ধরছিল। এসময় সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায় এ ছাড়া পাথরঘাটার তালতলী এলাকার আবুল কালামের একটি আল্লাহর দান নামে ট্রলারটি নিখোঁজ হয়। এ সময় এফবি ভাই ভাই নামের অপর একটি ট্রলার ডুবে যাওয়া তরিকুল ট্রলারের ১৬ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ছাড়া পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার আনুমানিক ৩০টি ট্রলার নিখোঁজ রয়েছে।

জাতীয় মৎস্যজীবী সমিতির শরণখোলা উপজেলা সভাপতি আবুল হেসেন মোবাইল ফোনে ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গোপসাগর উপকূলের সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া ও অন্যান্য এলাকায় শরণখোলার ৪টি ট্রলার নিখোজেঁর খবর তারা জানতে পেরেছেন। সাগর উত্তাল থাকায় সব মাছধরা ট্রলার সকাল থেকেই কূলে ফিরতে শুরু করেছে। অপরদিকে, ট্রলার ডুবি ও নিখোঁজের ঘটনায় উপকূলীয় এলাকায় জেলে পল্লীতে স্বজনদের মাঝে উদ্বেগ উৎকন্ঠ শুরু হয়েছে।

কোস্টগার্ড (মংলা) পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. আবদুল্লাহ আল মাহমুদ জানান, সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির খবর পেয়েছেন। কোস্টগার্ড সদস্যরা দুপুর থেকে প্রস্তুত হয়ে থাকলেও সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হচ্ছে না।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!