• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে ২৮১ যাত্রী নিয়ে জাহাজ বিকল


চট্টগ্রাম ব্যুরো মার্চ ১৯, ২০১৮, ০৯:৫৫ পিএম
বঙ্গোপসাগরে ২৮১ যাত্রী নিয়ে জাহাজ বিকল

চট্টগ্রাম: চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচলকারী এমভি মনিরুল হক জাহাজ ২৮১ জন যাত্রী নিয়ে হাতিয়ার উদ্দেশে রওয়ানা দেয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে বঙ্গোপসাগরে আটকা পড়েছে।

সোমবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইঞ্জিন বিকল হয়ে যাত্রীসহ ওই জাহাজটি বঙ্গোপসাগরে আটকা পড়ে।

বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জাহাজ এমভি মনিরুল হক চট্টগ্রাম থেকে ২৮১ জন যাত্রী নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা দেয়। যান্ত্রিক ত্রুটির কারণে পথিমধ্যে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে আটকে যায়।

বিষয়টি নিশ্চিত করে ওই জাহাজে থাকা মো. মান্নান নামে এক যাত্রী জানান, চট্টগ্রাম থেকে সোমবার বিকেলে জাহাজটি হাতিয়ার উদ্দেশে রওয়ানা দেয়। সন্ধ্যায় ইঞ্জিন বিকল হয়ে যাত্রীসহ বঙ্গোপসাগরে আটকা পড়ে আছে। এখনো কোনো জাহাজ উদ্ধারে ঘটনাস্থলে আসেনি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!